শিক্ষা শান্তি প্রগতি

শ্যামপুর, বাকেরগঞ্জ, বরিশাল

ইআইআইএন : ১০০৪৪৭, স্থাপিত : ১৯৩২

  • শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়
    শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়

প্রতিষ্ঠানের ইতিহাস​

শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়

Shyampur Secondary School is best high school in bakerganj. Shyampur High School is the best school in bakergnaj. শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় বাকেরগঞ্জের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়।

আমি স্মরন করছি সর্বকালের সর্বশের্ষ্ঠ বাঙালি স্বাধীণ বাংলার রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। স্মরন করছি ৩০ লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্মরন করছি ১৫ ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ও স্বজনদের, এদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।

ঐতিহাসিক আগা বাকের এর ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার বার আউলিয়ার পূর্নভূমি ১২ নং রঙ্গশ্রীর অর্ন্তগত ৪ নং  শ্যামপুর ওয়ার্ডে বিশখালি নদীর তীরে অবস্থিত শ্যামপুর মাধ্যামিক বিদ্যালয়। বিংশ শতাব্দীর প্রথম দশকে প্রথম দিকে প্রতিষ্ঠিত ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের অন্যতম জ্ঞান বিতরনকারী আলোক বর্তিকা এই শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়টি । ১৯৩২ সালে সমসাময়িক কতিপয় বিদ্যোৎসাহী দানবীর, সমাজসেবী, ভদ্র মহাদয় এর সহযোগিতায় অসামান্য পূতঃ চরিত্র তৎকালীন এলাকার প্রভাবশালী জমিদার, হীরন্য কুমার রায় চৌধুরী ১৯৩২ সালের ১লা জানুয়ারি এই বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অত্র বিদ্যালটির একটি গৌরবময় ইতিহাস আছে , ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অত্র বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। তৎকালীন বাকেরগঞ্জ থানার একমাত্র মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিলো শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়টি যার পরিপ্রেক্ষিতে পাক হানাদার বাহীনি ১৯৭১ সালের ১৬ই নভেম্বর অত্র বিদ্যালয়টি ও সংলগ্ন বাজারটি পুড়ে ফেলে। নিহত হন ৩০ জন মুক্তিকামী মানুষ, আমি তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি, যার পরিপ্রেক্ষিতে এখানে করা হয়েছে একটি শহীদ  মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ব। বিট্রিশ বিরোধী আন্দোলন, হিন্ধু মুসলিম দাঙ্গা বিভিন্ন সমস্যা জনিত কারনে বহুবছর যাবৎ বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে। অত্র এলাকার শিক্ষার আলো বিতরনের মানষে তৎকালীন এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যাক্তি এগিয়ে আসেন। যার অগ্রভাগে ছিলেন নির্ভীক তরুন সৎ সাহসী দৃড়চেতা সংকল্পে অটুট, জনদরদী কর্মবীর আদর্শবান সমজসেবী ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক মিয়া (সাবেক শিক্ষক) বিশ্ববিদ্যালয় ডিগ্রী প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তার জামাতা মরহুম অধ্যাপক ইউনুস মিয়া। আমি এদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ১৯৫৯ সালে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া বিদ্যালয়টি পুন: প্রতিষ্ঠা করেন। ১৯৬০ সনে বিদ্যালয়টি বোর্ড কর্তৃক স্বীকৃত স্বীকৃতি প্রাপ্ত হন। এরপর আর থেমে থাকেনি বিদ্যালয়টি।

বিদ্যালয়ের পূর্ব নামঃ শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়। বর্তমান নামঃ শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়। মিসেস ছায়া রায় চৌধুরী তার স্বর্গীয় স্বামী শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) এর নামে বিদ্যালয়টি পূনঃপ্রতিষ্ঠা  এবং নামকরন করেন। গত ২৯ শে আগস্ট ২০২২সন ১৪ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবু মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়। গত ৮ই সেপ্টেম্বর ২০২২ সন ২৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর চেয়ারম্যান জনাব, প্রফেসর মোহাম্মদ ইউনুস বিদ্যালয় এর নতুন নামফলক উন্মোচন করেন। একজন বীর মুক্তিযোদ্ধার নামে বিদ্যালয় এর নামকরণ হওয়ায় অর্থ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আনন্দিত ও গর্বিত। জাতীর শ্রেষ্ঠ সন্তানকে সম্মানিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষা মন্ত্রী, উপ শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবও সংশ্লিষ্ট ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বিদ্যালয় এর পূর্ণ নামঃশহীদ কুমুদ বন্ধু রায়চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়। ইংরেজিতে# Shaheed kumud Bandhu Roy Chowdhury (Nato Babu) Secondary school. EIIN-100447. বোড’ কোড ১৯৭৯, M. P.O কোড-5107011303

বিনীত নিবেদক,
মোঃ নিজামুল কাদির
প্রধান শিক্ষক
শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবু মাধ্যমিক বিদ্যালয়
শ্যামপুর, বাকেরগঞ্জ, বরিশাল

প্রধান শিক্ষকের বানী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণ পদ্ধতিকে বদলে দিয়েছে। জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা । আইসিটি স্থান করে নিয়েছে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণীকক্ষেও-যেখানে ছোট ছোট সোনামনিরাও বই খাতার পাশাপাশি কম্পিউটারে শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসেবে গড়ে তুলে “ভিশন-২০৪১’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট টি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য ও উপাত্ত সহজে ও দ্রুততার সাথে পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিস্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য সরকারী অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের মূল লক্ষ্য।এই ওয়েবসাইট টি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ণ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নতুন মাত্রা যুক্ত হবে, এই প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

মোঃ নিজামুল কাদির

প্রধান শিক্ষক

শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরি নাটু বাবু মাধ্যমিক বিদ্যালয়

সভাপতির বানী

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ এবং কারিগরি প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম প্রধান বিদ্যাপীঠ শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয় বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ফলে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। এই প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” তথা “স্মার্ট বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে সচেষ্ট এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম শিক্ষার প্রচার ও প্রসারে সর্বাত্মক নিরলসভাবে কাজ করে যাচ্ছে । সর্বশেষে ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।

খলিফা মোঃ আল মামুন

সভাপতি

শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরি নাটু বাবু মাধ্যমিক বিদ্যালয়

নোটিশ বোর্ড

SubjectDate Published Link
তীব্র তাপদাহে প্রতিষ্ঠান বন্ধ সম্পর্কে23/04/2024 view
ষষ্ঠ থেকে নবম শ্রেনির ভর্তি বিজ্ঞপ্তি02/12/2023 view
ষষ্ঠ শ্রেণীর বোর্ড রেজিস্ট্রেশন প্রসঙ্গে20/11/2023 view
বার্ষিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ13/11/2023 view
Exam Routine15/10/2023 view

সাম্প্রতিক কার্যক্রম

  • শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালন
    শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালন